Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

 

 

 উপ পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুরের সিটিজেন  চার্টার:

 

 

 

 

 নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

 সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই মেইল

দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি কর্মসূচী)

ভিজিডি কর্মসূচীর আওতায় প্রতি ২ (দুই) বছর বা ২৪ মাস মেয়াদী ভিজিডি চক্রে দিনাজপুর জেলার  সকল উপজেলায় নির্বাচিত এনজিওর মাধ্যমে জীবনদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং টেকসই আয়বর্ধক কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়।

 উপ পরিচালকের  কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর।

উপকারভোগী/মহিলা বাছাই/নির্বাচননের প্রাথমিক তালিকার ছক এবং তালিকার চুড়ান্ত ছক বিনামূল্যে প্রদান করা হয়।

২৪ মাস

মোঃমোর্শেদ আলী খান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর।

০৫৩১-৬৫০৪৩

মেল-dwaodnj@gmail.com

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী

নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৮০০.০০ (আটশত টাকা) হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৬ মাস পর পর মোট ২৪ মাসের অর্থ প্রদান করা হয়।

আবেদন ফরম জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দিনাজপুরে পাওয়া যায়।

 

ভাতাভোগীদের ডাটাবেইজ সংশ্লষ্ট জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকে । 

বাজেট বরাদ্দ  সাপেক্ষে সোনালী ব্যাংক এ মাতৃত্বকাল ভাতা নামের একাউন্টে জমা প্রদান করা হয়।

 

পরবর্তীতে ভাতাভোগীদের মাঝে ভাতার অর্থ প্রেরণের লক্ষ্যে জেলা উপজেল উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা ও উপজেলা নিবাহী অফিসার যৌথ স্সাক্ষরে পরিচালিত মাদার একাউন্ট হতে স্ব-স্ব ভাতা ভোগীদের নামে (১০ টাকার হিসাব খোলা হয়) সংশ্লিষ্ট ব্যাংকে একাউন্ট পেয়ী চেকের মাধ্যমে প্রেরণ করা হয়।

নির্বাচিত উপকারভোগী প্রতিজন ১ম অথবা ২য় গর্ভধারনকালের যে কোন একবার মোট ২ বছর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা পাবে।

মোঃমোর্শেদ আলী খান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর।

০৫৩১-৬৫০৪৩

মেল-dwaodnj@gmail.com

শহর অঞ্চলে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী

সরকার নির্ধারিত হারে ভাতার অর্থ প্রদান ।

 

ভাতা প্রদানের পাশাপাশি চুক্তিবদ্ধ এনজিও দের সহায়তায় উপকারভোগীদের গর্ভকালীন, প্রসবপুর্ব ও পরবর্তী যত্ন, মা ও শিশু সাস্থ্য পরিচর্যা, পুস্টি, মাতৃদুগ্ধপান, জন্মনিবন্ধন, সাস্থ্য কেন্দ্র পরিচিতি, টিকা ইত্যাদি সম্পর্কিত সচেতনতা মূলক প্রশিক্ষণ্ প্রদান।

আবেদন ফরম ও তালিকার নমুনা ছক ভাতার হার অনুযায়ী বরাদ্দকৃত অর্থের তথ্য ও নির্বাচিত এনজিও দের তালিকা , ব্রুশিউর, নীতিমালা, ও অন্যান্য কাগজপত্র মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুরে সংরক্ষিত।

 

উপকারভোগীদের ছবি , আবেদনপত্র, ও উপকারভোগীদের প্রণিত তালিকার ডাটাবেজ সংশিস্নষ্ট জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত ।

 

২০১৭-১৮ অর্থ বছরে ১৫০০ উপকারভোগী কে প্রতিমাসে প্রতিজনকে ৮০০/- টাকা করে প্রদান করা হয়।

 

প্রাপ্তির স্থানঃ

দিনাজপুর জেলার পৌরসভায় চলমান।

সরকারি বাজেটে কার্ড সংখ্যার বরাদ্দ প্রাপ্তির পর উপকারভোগী নির্বাচন শুরু করা হয়।

 

 বাসত্মবায়ন ও মনিটরিং কমিটির সিদ্ধামত্ম অনুযায়ী নীতিমালার আলোকে নির্দেশনাসহ কার্ডসংখ্যার বিভাজন প্রেরণ করা হয়।

 

জেলা ও উপজেলা পর্যায়ের ল্যাকটেটিং মাদার নির্বাচন কমিটি কর্তৃক তালিকা চুড়ান্ত করা হয়।

 

সকল ক্ষেত্রে চুড়ান্ত তালিকাভুক্ত উপকারভোগীগন অগ্রনী ব্যাংক লিঃ এর সংশ্লিষ্ট শাখায় ভাতাভোগীদের স্ব স্ব নামে ১০ টাকার বিনিময়ে (বাংলাদেশ ব্যাংকের ঘোষিত কৃষকের জন্য যেভাবে ১০ টাকায় হিসাব খোলা হয়) হিসাব খুলতে হয়।

 

 

নীতিমালার আলোকে উপকারভোগী হওয়ার যোগ্য ও নির্বাচিত প্রতিজন মহিলা জীবনে একবার দুইবছর মেয়াদের জন্য সরকার নির্ধারিত হারে সেবামূল্য ও প্রশিÿণ সেবা পাবে।

 

২ বছর মেয়াদী এ সেবাটি দেয়ার জন্য জুলাই মাসে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়। নির্ধারিত আবেদন ফরমে ছবি, মাতৃত্বসনদ, জাতীয় পরিচয়পত্র সহ জেলা /উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবরে আবেদন করতে হয়। যাচাই বাছাই করে ১ মাসের মধ্যে তালিকা চুড়ান্ত করা হয়। বছরে দুইটি দফায় ভাতা বিতরন করা হয়।

 

 

মোঃমোর্শেদ আলী খান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর।

০৫৩১-৬৫০৪৩

মেল-dwaodnj@gmail.com

 

                ং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই মেইল

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম

বর্তমান নীতিমালা অনুযায়ী প্রশাসনিক মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রাপ্ত বরা্দ্দ জেলা ও উপজেলায় প্রেরণ করা হয়। দিনাজপুর জেলাধীন ১৩ টি উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে নির্ধারিত ফরম পূরন পূর্বক উপকারভোগী নির্বাচন করে জনপ্রতি ৫০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১৫০০০/- টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হয়।

১। আবেদন ফরম

২। জন্ম সনদ

৩। ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি।

৪। ওয়ার্ড কমিশনার কর্তৃক স্থায়ী নাগরিকতার সার্টিফিকেট

৫। নন জুডিশিয়াল ষ্ট্যাম্প।

৬।

প্রাপ্তির স্থানঃ

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

১। আবেদন ফরম বিনামুল্যে বিতরন করা হয়।

২। ৩ কপি ছবি 

৩। স্ট্যাম্প =     ৩০০ টাকা

 

         

 

 

উপকারভোগী কর্তৃক পরিশোধিত

প্রতি অর্থ বছরের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে জেলা/উপজেলায় সুবিধাজনক সময়ের মধ্যে সর্বোচ্চ ১ থেকে ৩ মাসের মধ্যে (বণ্যা, প্রাকৃতিক দুর্যোগের কারনে ঋণ বিতরন বিলম্বিত হতে পারে)।

 

মোঃমোর্শেদ আলী খান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর।

০৫৩১-৬৫০৪৩

মেল-dwaodnj@gmail.com

জেলা শহরে শ্রমজীবী মায়েদের শিশুদের জন্য দিবাযত্ন কর্মসূচী

এখানে শ্রমজীবী মায়েদের বাচ্চাদের দিবাকালীন থাকা খাওয়া , প্রাক প্রাথমিক শিক্ষা, খেলাধুলা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়

ডে-কেয়ার অফিসারের কার্যালয়, দঃ লালবাগ, দিনাজপুর।

আবেদন ফরম ১০০/- টাকায় বিতরণ করা হয়।

০৬ মাস থেকে ০৬ বছর

সংশিস্নষ্ট ডে-কেয়ার অফিসার

 

নং

সেবার প্রদানের স্থান

 সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তির স্থান

 সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম,পদবী, ফোন নম্বর ও ই মেইল

উপ পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর এর মহিলা প্রশিক্ষণ কেন্দ্র,

প্রশিক্ষণ

স্থাণীয়ভাবে বিভিন্ন সরকারী দপ্তরের নোটিশবোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ। সম্পুর্ন বিনা খরচে অনাবাসিক প্রশিক্ষণ।

আবেদনের জন্য নির্ধারিত ফরম সংশিস্নষ্ট প্রশিক্ষণ কেন্দ্র হতে বিনামুল্যে সরবরাহ করা হয়।

বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৩ (তিন) মাস মেয়াদী প্রশিক্ষণ।

 

মোঃমোর্শেদ আলী খান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর।

০৫৩১-৬৫০৪৩

মেল-dwaodnj@gmail.com

মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর। (আবাসিক ও অনাবাসিক)

প্রশিক্ষণ

জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ। সম্পুর্ন বিনা খরচে আবাসিক প্রশিক্ষণ

পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির চাহিদা অনুযায়ী সাদা কাগজে আবদেন করতে হয়।

বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৩ (তিন) মাস মেয়াদী প্রশিক্ষণ।

 

মোঃমোর্শেদ আলী খান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর।

০৫৩১-৬৫০৪৩

মেল-dwaodnj@gmail.com